অনন্ত জিজ্ঞাসা প্রাণে- কবি তুমি কার?
উত্তরহীন প্রশ্নখানি ঘুরে বারংবার
এই বসুন্ধরা ছেয়ে- কবি তুমি কার?
যৌবনের প্রথমেতে কবি প্রিয়তমার,
এই কথা বলে যায়- রাধা আর শ্যামে,
ক্রমে ক্রমে বেড়ে উঠে মৃত্তিকার প্রেমে।
ফসলের স্বপ্ন বোনে মানুষের মনে,
প্রীতিময় জনযুদ্ধ কাননে কাননে।
তখন, শব্দের স্বরে জাগে এ ধরণী,
দেশ হয় প্রিয়তমা, অথবা জননী!
অতঃপর, চেতনার জগত সাথীকে
নিয়ে কবি হেঁটে চলে দিবস ও রাতি
সদানন্দে সদাচারে। কবির প্রতিজ্ঞা-
অনন্তের ভালোবাসা, প্রেমময় শিক্ষা।
বলো কবি, তুমি কার? কেনো অবিকার
রহো জগত সংসারে দেখে অনাচার?
এবার লেখনী হোক তীক্ষ্ণ তলোয়ার,
সকলে বলে উঠুক- কবি সবাকার।


২৪/০২/২০১৯
মিরপুর, ঢাকা।