অবুঝের মতো তুমি শুধু কথা কও,
কবিতা বোঝ না কিছু; তুমি নাকি কবি!
কবিতা বোঝে না তারা-        
যারা কসাই ডাক্তার, হার্মাদ উকিল,
নট-নটি, জোচ্চর ব্যাংকার, স্মাগলার,
আর হাটুতে মগজ রাখা সামরিক জান্তা;
তারা শুধু নিজেকেই চেনে।    

কবিতায় রাজনীতি নেই,
কবিতায় ধর্মের বেসাতি নেই,
কবিতায় স্বার্থ নেই,
মোহ নেই,
নেই সমাজ-সংসার।
কবিতায় বারবার ঘুরে ফিরে আসে
মানুষের মন,  
মানুষের দুঃখগাথা,
মানুষের হাহাকার!
যেখানে মানুষ অধিকার বঞ্চিত, পর্যুদস্ত
রাজনীতিকের দুষ্ট পাকচক্রে;
সেখানেই কালে কালে যুগে যুগে কবিরা এগিয়ে যায়,
প্রেম, সাম্যের বাণীর স্পষ্ট কথা নিয়ে
ধ্রুবক পথের নিশানায়।
কবিদের দেশ নেই চিরায়ত সীমানার মাঝে,
কবিদের জাত নেই স্বার্থবাদী কৌশলিক দ্বন্দ্বে।


২০/১২/২০১৯
মিরপুর,  ঢাকা।