কোন অভিধায় ভুষিত করি হে, তোমার নামটি কবি?
কবিদের কবি নন্দিতজন প্রভাতে উদিত রবি।
আঁধারবিদারী আলোকোজ্জ্বল মহান সৃষ্টিশীল,
ভুবন করেছো মঙ্গলালোকে আলোকিত ঝিলিমিল।
    ছড়িয়ে দিয়েছো বিদ্যুতশিখা বিশ্বের অঙ্গনে,
   বিভাসিত করে জাগালে মানুষে কাব্যের বন্ধনে।
   শব্দে শব্দে নাচালে পাহাড়, নাচালে সাগর মরু,
   তোমার স্পর্শে সজীব হলো যে মৃতপ্রায় সব তরু।
বিশ্বজনীন আলোর প্রভায় জ্বললো গীতাঞ্জলি,
বাঙালির প্রাণ আজো রেখে যায় ভক্তির অঞ্জলি।
অম্লমধুর আর ঝাল দিয়ে চাটনি বানালে তুমি,
আজো চেখে যায় বাঙালি কবিরা সাজাতে পুণ্যভূমি।
      কাব্যে জানালে বিশ্বকে তুমি, তুমিই শ্রেষ্ঠকবি,
      তুমিই এঁকেছো বৈশাখে এসে শব্দকলার ছবি।


২৫ বৈশাখ, ১৪২৪
০৮/০৫/২০১৮
মিরপুর, ঢাকা।