কবিগণ চলমান বাতাসের মতো
ভাগাড়-দুর্গন্ধ বায়ু বয়ে নিয়ে যায়,
কবিগণ সুর জাত পাখিদের মতো
সাহসের বীজ বোনে শিস দিয়ে যায়।
ভীতিকর পরিবেশে মানুষের বুকে
কবিগণ ঈশ্বরের সৃষ্ট অবতার,
অন্যায়ের প্রতিবাদে দাঁড়ায় সম্মুখে    
সততার সুন্দরের সুতীব্র চিৎকার।      

চতুর কুচুক্রী যারা নাটেরই গুরু,
স্বার্থবাজ বেনিয়ারা করে অহরহ
ধান্ধাবাজী আজীবন; অহেতুক শুরু
করে মিথ্যে অপবাদ, লাগায় কলহ।
তারা হলো চিরকাল ছুঁচো আর উই,
চোখেতে স্বার্থের ঠুলি করে গাইগুই।      


২০/১২/২০১৯
মিরপুর, ঢাকা।