বাজাও চেতন বজ্রধ্বনি
রক্তে জাগাও সে সিম্ফনি
শব্দফুলের বৃষ্টি-জলে
          বহাও ঘূর্ণিঝড়,
নীরব শক্তি উঠলে ডেকে
অন্ধকারের গভীর থেকে
চেতন বায়ুর প্রবল ঘাতে
          ভাঙবেই বাড়িঘর।


অত্যাচারীর শক্তি যতো
বোধের নিকট হয় নিহত
জ্ঞান-আলোকের তীক্ষ্ম জ্যোতি
          কাটবে অন্ধকার,
গায়ক পাখির সুরের তানে
জলোচ্ছ্বাসের গভীর টানে
ঘূর্ণিজলের জোয়ার স্রোতে
          সব হবে চুরমার।


০৪/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।