কখনো কেহ চায় না কবিত্ব নিহত
হোক অহংকারী হয়ে। আমার অন্তর
করে পরমের কাছে প্রার্থনা নিয়ত-
'বন্ধুকবির প্রতিভা বিকশিত করো।
প্রলম্বিত করো তাঁর স্মরণ শক্তিকে;
মেধাকে শাণিত করো, হে পরমেশ্বর!
ধৈর্য দাও, শক্তি দাও; বিনীত ভক্তিকে
প্রেমের রৌশনে জ্বালো, সদা নিরন্তর'।


কবি যদি কভু অহমিকা করে যায়
সীমিত জ্ঞানের বলে, করে উলম্ফন;
তখন, কবির মৃত্যু অত্যাসন্ন। হায়!
পড়ে যায় পথমাঝে যখন তখন।
কবিকে যে হতে হবে মৃত্তিকার মতো
ধৈর্যশীল, সর্বংসহা, নিপাট; অন্ততঃ।


০৯/০৫/২০২২
মিরপুর, ঢাকা।