কবির কবিতা তাঁর হৃদয়ের ছবি,
শত চিন্তার ফসল ধূসর জমিতে
জন্মে অজস্র। তখন প্রভাতের রবি
হেসে ওঠে অলৌকিক প্রফুল্ল ভঙ্গিতে!
সৃষ্টির আনন্দে হাসে কবি, হাসে ধরা;
অপলক চেয়ে থাকে সাগর-আকাশ,
নদী-মাঠ; এভাবেই চলে পরম্পরা
নিরন্তর কবিদের প্রেমের বিশ্বাস।


কবি যদি হেসে উঠে আনন্দ-উচ্ছ্বাসে,
দুঃখবতী হেসে যায় অগরল মনে;
কামনার বীজ বোনে রিরংসা নিঃশ্বাসে,
বিকশিত প্রেমধারা থাকে না গোপনে।
স্রষ্টা-রূপ কবি মন সৃষ্টির আনন্দে,
বিশ্বলোকে নেচে যায় কারুময় ছন্দে।


১৪/০১/২০২৩
মিরপুর ঢাকা।