স্বপ্ন যখন চোখ তুলে চায়
=============
স্বপ্ন যখন চোখ তুলে চায় ভয় করে না অন্ধকার,
নিমেষ মাত্র শক্তি পেলে খুলতে পারে রূদ্ধ দ্বার।
প্রিয়া যদি হাস্যমুখে লাস্যময়ী চোখে চায়,
চল্লিশ চোরের বন্ধ দুয়ার খুলতে পারে হাজার বার।


প্রতিদান
=====
নামাজ রোজা হজ্জ যাকাতের চাই না তোমার প্রতিদান,
চাই যে শুধুই করুণা হে, ধরাতে এই নাফরমান।  
হিসাব দিয়ে পার পাবো না তোমার কঠিন পুলসেরাত,  
তাই, শুধু চাই তোমার দয়া, হে পরওয়ার রাহমান।  


কোরবানি
======
এই ঈদে তুই কোরবানি দে পশু-স্বভাব তোর মনের,
ভালোবাসায় কর্মে আশায় মঙ্গল চা' সব জনের।
শিশু কিশোর বৃদ্ধ সবাই থাকুক সুখের আনন্দে,
স্মরণে রাখ মরণ কথা, মানুষ জীবন তিল-ক্ষণের।


৩১/০৭/২০২০
বদরপুর, চাঁদপুর।