কবীর যখন কাঁদে তখন আকাশ ভেঙে বৃষ্টি ঝরে,
তপ্ত মাটি হয় যে শীতল বৃক্ষ জন্মে ধরার 'পরে।
শেষ বিদায়ে শামিল হইও বন্ধু-স্বজন, আত্মীয়গণ,
পরবে কাফন, মাখবে গায়ে আতর-গোলাপ দু'দিন পরে।


চার বেহারার পালকি করে দূরের গোরে এসো রেখে,
হিসাব নিতে আসবে সেপাই রইবো চেয়ে অনিমেখে;
সকল প্রশ্ন তুচ্ছ করে বলবো আমি, "মানুষ ছিলাম,
আসা-যাওয়ার মধ্যিখানে সে-ই রেখেছে আমায় দেখে!


যা করেছি ভুবন মাঝে কিছুই আমার ইচ্ছেতে নয়,
বলেছে যা, করেছি তা', তাইতো আমার নেই কোন ভয়;
মাঝে মাঝে উল্টো গেলে তিনিই আবার আনছে টেনে,
তিনিই ছিলেন আগে-পিছে তাইতো ছিলাম অকুতোভয়।


সে যদি চায় শাস্তি দিতে মাথা পেতে নেবো সবি,
আমার চেতন, আমার এ রূপ সকল কিছু তাঁরই ছবি;
'কুন' বলে সে-ই সৃষ্টি করে পাঠালো এই মহীতলে,
একটু ভুলই করেছি ভাই চেয়েছিলাম হতে কবি।


২৫/০৫/২০২২
মিরপুর, ঢাকা।