কবির কবিতা শিল্পীমনের ভাষা,
সাবলীলভাবে কবির মগজে আসে;
কবির কলমে জাগে যদি ভালোবাসা,
রাতের আঁধারে চাঁদের মাধুরী হাসে।
ছন্দে-শব্দে মুখরিত হলে কথা,
কবিতারা হাসে অপরূপ সঙ্গীতে;
তাতে যদি থাকে মানুষের মনঃব্যথা,
কবিতারা ভাসে অনন্য ভঙ্গীতে।


কোটরে বন্দি মানুষের চেতনায়,
কবিতা আসে না উদার আকাশ হয়ে;
কবিতা নাচে না সাগরের মোহনায়,
জলবতী যদি নাহি আসে জল লয়ে।
কবিতা আসুক বিকশিত রূপ ধরে,
নন্দিত সুরে কবিদের অন্তরে।


৩০/০৩/২০২০
মিরপুর, ঢাকা।