পরাহত ঈশ্বর
-----------
পার্থিব সময়ের স্পর্শে
একটি আত্মা স্বপ্ন খোঁজে-
অনন্য শক্তির কাছে।
তিনি আর্তি শোনেন না,
বেদনা দেখেন না;
বলো, মুক্তি দেবে কে?
×××××××××××××


আমিই প্রথম
-----------
আমিই প্রথম লিখেছিলাম কবিতাখানি
প্রিয়তিকে করে উদ্দেশ;
শুয়েছিলো সম্পন্না সে পালঙ্কপোষে;
আমাকে দিয়েছিলো নির্দেশ-
'পুষ্পের কোরক খুলে ফেলো,
হয়ে যাবো নিঃশেষ'!
×××××××××××××××××


তোমার জন্য ভালোবাসা
---------------------
তোমার জন্য ভালোবাসা
নীল সমুদ্রের গভীর আলিঙ্গন;
ঝড়-জলোচ্ছ্বাস, ভারী বৃষ্টিপাত
অসহ্য যন্ত্রণা সয়ে
বিশুদ্ধ প্রেমের স্পন্দন জাগে প্রতিক্ষণ
ভয়াতুর হৃদয়ে।
×××××××××××××××××


কল্পনা কুসুম
-------------
রাতের চাঁদের দিকে অনিমেষে তাকাই,
সেখানে দেখি,
চরকা কাটে প্রিয়তি!
চাঁদ নেমে এলে মর্ত্যলোকে,
চক্রান্ত ছাড়া;
বলো, কি এমন হবে ক্ষতি?
×××××××××××××××


পরকীয়
-------
অস্বাভাবিক জলবায়ুতে
যখন, একটি হৃদয় প্রস্ফুটিত খুব।
মুক্ত হৃদয় হঠাৎ করেই লুণ্ঠিত হয়,
চুপ!
যুদ্ধ চলে, লঙ্কা জ্বলে
পরাজিত বিশ্বজয়ী ভূপ।
××××××××××××××


১৬/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।


('অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের কবিতা চলুক কবিতার আসরে।
তার চেষ্টায় লিখে যাই এই 'কবিতা একুশ'।)