('অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের কবিতা চলুক কবিতার আসরে।
তার চেষ্টা করে যাই এই অনু কবিতায়।)
-------------------------------------------------


কবিতার মতো তুমি
-----------------
কবিতার মতো তুমি,
সেজেছো অপরূপ!
            দেখি সারাক্ষণ।
কণ্ঠে নীল পদ্মমালা,
কপালে তোমার কাঁচপোকা রঙ টিপ,
মুক্তাভূষিত কাঁচুলিতে
বেঁধেছো তুমি মহামূল্যের ধন!


১০/০৭/২০২০
মিরপুর, ঢাকা।