একটি কবিতা ভাবনার কথা ফুটিয়ে তোলে যে মনে,
একটি কবিতা প্রাণের প্রিয়তা রয় সে সঙ্গোপনে।
কবিতাকে খুঁজে পাবে নাকো তুমি মাঠে, পথে-প্রান্তরে,
কবিতারা হাসে ভালোবাসা নিয়ে প্রিয় মানুষের ঘরে।
যারা বুকে রাখে কবিতার ভাষা নিঃশ্বাসে প্রশ্বাসে.
কবিতাকে যারা ওড়ায় আকাশে নির্মল বিশ্বাসে।
তাদের জন্যে কবিতা জন্মে সুধারস নিয়ে প্রাণে,
তারাই জগতে স্মরণীয় হয় মনোগ্রাহী গানে গানে।
কবিতারা যেনো মাধুরী মাখানো অনিন্দ্য সুন্দর!
কবিদের বুকে কবিতারা রহে তেজারতী মনোহর।
কবিতায় আনো প্রবল শক্তি ভাঙতে কালাকানুন,
অন্যায় প্রতিরোধে কবিতায় জ্বালো তীব্র আগুন।


১৭/০৭/২০১৮
মিরপুর, ঢাকা।