কবিতা যখন রচনায় বসি শব্দ তখন হারিয়ে যায়,
শব্দেরা আসে যখনি বেড়াই দুপুরে রাতে থাকি রাস্তায়।
              মনে মনে লিখি হাজার কবিতা
              ছন্দে ছন্দে, প্রমিত কবি তা'
লিখে যান যেনো কবিতার কথা খাতার পাতায় মুগ্ধতায়।


পথের মাঝেই হারাই কবিতা, লিখেছিলেম যা সেই পথেতে-
কানাই ছুটছে প্রত্যাশা নিয়ে রুক্ষ্মীণি-ঘরে যক্ষী হতে।
              এখন কবিতা মায়াময় দেশে
              কুমারী বালিকা যৌবন বেশে;
ব্রজবালা রাধে নিরবধি কাঁদে, অরক্ষিত সে বৃন্দাবনে।


বুকের ভেতরে ঝনঝন করে বেজে উঠে বুঝি ঘোর বেদনা,
সুখের আশায় মন কেঁদে যায়, তাই করি আজ সুখ সাধনা।
              কানাই যাক না ভ্রমরার সাজে
              পুষ্পে পুষ্পে ফুল-মউ খোঁজে
যমুনার তীরে মৃতপ্রায় রাধা তবু বেঁচে থাক্ নিয়ে যাতনা।


১৫/০৭/২০১৮
মিরপুর, ঢাকা।