হে কবিতাগন্ধী মেয়ে!
স্নিগ্ধ বুকের ভেতরে ধরে আছো
অন্তহীন ভালোবাসা- কবির অজর শব্দ-
ফেনিল জলের নীল- অনন্ত সমুদ্র।
জলের খাঁদে, সোপানে, বিসর্জন দেই
প্রপিতামহ প্রদত্ত জীবনের নীল পাণ্ডুলিপি।
শব্দের অতুল ফুল ফোটে বাউলা বাতাসে,
উপমা-উৎপ্রেক্ষায় এঁকে যাই নিতি
চলমান জলাঙ্গীর জীবনের ছবি।
নবনীত কোমলতা তুলে আনে নেশা-
ক্ষুধাতুরের দৃষ্টির সম্মুখেতে সুস্বাদু গন্ধম;
যে গন্ধমের নেশায় আদমেরা স্বর্গচ্যুত হয়।
তুমি যে সেই গন্ধম, হে কবিতাগন্ধী মেয়ে!


১৬/০২/২০১৯
মিরপুর, ঢাকা।