প্রিয়তি! তোমার স্পর্শে অচপল মন
উড়ু উড়ু প্রজাপতি; বিস্তৃত আকাশে
মেলে যে রঙিন পাখা; অপার আনন্দে
উড়ে যায় সারাবেলা, লিলুয়া বাতাসে।


কবিতার মানবিক সরলতা নিয়ে
প্রার্থনা উৎসর্গ করি, কাব্যের দাসত্ব-
কতো ছন্দের, শব্দের, বাক্যের মাধুর্য;
হে কবিতাগন্ধী মেয়ে! তুমি চির সত্য।


রক্ত-গোলাপের মতো আরক্ত অধরে,
কালো হরিণী নয়নে, চুলের গোছায়,
পেলব ঘাসের মতো নবনীত স্তনে,
দেবদূতের মনেও কামনা জাগায়।


তীব্র আকাঙ্খার মাঝে তুমি যেন এক
জ্বালাময়ী কবিতার উত্তুঙ্গ শরীর,
তোমাতে রেখেছি প্রেম, আজন্ম লালিত,
অবিরল চুম্বনের মাদকের ক্ষীর।


১৮/০২/২০১৯
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।