আজ কবিতায় চলে আজব মেজাজ বৈপরীত্য খেলা
কখনোবা সে অনন্ত বলয়ে বসন্তের নির্মল বাতাস
আবার কখনো শ্রাবণের ধারা সারা দিনমান ঝরে
কখনোবা ঝড় ভীষণ প্রবল আকাশ-পাতাল একাকার
কখনো আবার জ্বলে ঝলমলে নীলাকাশে উজ্জ্বল তপতী।


কবিতা যেন প্রিয়তি, সেই প্রিয়জন
যার কাছে যেতে সামনে এসে দাঁড়ায় হাজার বিপত্তি
শত-লক্ষ-কোটি বাধা, প্রবল প্রতাপ নিয়ে।
সমস্ত ক্ষমতা দিয়ে আগুপাছু ভেবে
কবিতার জন্য সম্মুখে এগিয়ে যাওয়া নব সৃষ্টির নেশায়।
নয়তোবা অন্ধকূপে পড়ে যেতে হয়, অয়োময় পিঞ্জিরায়।


কবিতাকে ভালোবাসি একজন রূপসী নারীর মতোন
রাতের সঙ্গিনী নয়, চিরন্তন বাসনা-রঙ্গিনী!
কবিতাই আলোকশক্তি, বন্ধুর মতোন তৃপ্ত সফরসঙ্গীনি।


১২/১২/২০১৮
মিরপুর, ঢাকা।