কবিতার সব শব্দ শিল্পকলা, অমোঘ বিষয়;
ইকারোসের পালকে ভর করে ইচ্ছেমতো ওড়ে
আকাশে, ক্লান্তপ্রহরে; অন্তরীণ কবিরা নিশ্চয়
সুর তুলে গান গায় নিষিদ্ধ রাত্রির দ্বিপ্রহরে।
আদিগন্ত পরিপূর্ণ শূন্যতার মাঝে নক্ষত্রের
অফুরন্ত জাল বোনে সন্নিহিত কাব্যের শরীরে।
নির্লিপ্ত জলের নদী প্রসারিত হয়; দিগন্তের
সমতলে ছুটে যায় তারা নিসর্গের বুক চিড়ে।


একটি কবিতা যদি নারী হয়ে যায় অকস্মাৎ!
তখন, কবির চোখে ভেসে উঠে সজীব পাহাড়,
সমুদ্রের বেলাভূমি, ঝাউবন, তুমুল প্রপাত;
উপমায় নেমে আসে দুপুরের স্নিগ্ধ অন্ধকার।
কুঁড়ি থেকে বিকশিত হয় যদি একটি হৃদয়,
অনিন্দ্য শব্দের পলি জমে কবিতার জন্ম হয়।


০৯/০৪/২০২১
মিরপুর, ঢাকা।