কবি মানে না কখনো কোন স্বৈরাচারী
কবি তো জানে না হিংসা, রূঢ় বর্বরতা  
কবি করে না কখনো দুঃখ আহাজারি
কবি সহে না কখনো চির অধীনতা।
কবির কবিতা জানে মুক্তি স্বাধীনতা
কবির কবিতা এক দৃপ্ত হাতিয়ার
কবির কবিতা হলো পুত মানবতা
কবির কবিতা যেন মুক্ত খোলা দ্বার।
মৈত্রীর, শান্তির প্রেম আর সুন্দরের
কথা বলে যে সকল শুভ কবিতায়
শাশ্বত মুক্তির আর জয় ও স্বপ্নের
নান্দনিক ছবি লেখনীতে এঁকে যায়।
কবিতার জরা নেই, মৃত্যু নেই ভবে
স্বকীয় প্রভায় দীপ্র, তীব্র উজ্জ্বল সে
সন্ত্রাসীর অভিলাষে মিছে কেন তবে
ম্রিয়মান রবে ভয়াতুর কোন ত্রাসে?
কবিতার ভাষা হলো মানুষের কথা
অধিকার আদায়ে সে তুমুল সংগ্রামী
তিমির বিনাশী আলো যে সব কবিতা
সে-তো গোলাবারুদের চে' ভীষণ দামি।
কালের যাত্রার বাণী- শুনি জয়ধ্বনি
কবিতার কণ্ঠে বাজে দৃঢ় দৃপ্ততায়
শৃংখল ভাঙ্গার সুর, নতুন সিম্ফনি
কবি, আজ তুলে আনো মুগ্ধ কবিতায়।


১০/০২/২০২৩
মিরপুর ঢাকা।