এই পৃথিবীতে সৃষ্ট সমূহ কবিতা যত,
বিখ্যাত; পাঠকের কাছে, তার সমস্ত কাহিনী-
ব্যর্থ প্রেমের নিগুঢ় আশাহত বাণী।
স্বপ্ন আর চৈতন্যের রঙিন বাতাসে
সবাই ওড়ায় স্বপ্নহীন সম্পর্কের ঘুড়ি;
নির্বুদ্ধতা আর নেশাখোর মানুষের বাতুলতা।
নেশাগ্রস্ত মানুষেরা ভুলে যেতে দুঃস্বপ্নের কালোছায়া,
আরো অন্ধকারে- নেশার জগতে ডুবে যেতে থাকে,
জীবনযাত্রায় পরাজিত কবিদের মতো।
আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ কবিগণ
কবিতার মোহনীয় অঙ্গ চেটেপুটে খায়,
নির্লজ্জ কামুক প্রেমিকের মতো পরস্পর।
মেহনে মেহনে উত্তেজিত হয়ে,
প্রেমময় অতল সাগরে ডুবে যেতে যেতে,
শেষতক আজন্ম নেশায় ডুবে থাকে।
রাত্রির বয়স ক্রমে ক্রমে বেড়ে যায়,
কবিতারা দলে দলে সঙ্গম-নেশায় উদগ্রীব হয়ে
চুপি চুপি কথা বলে, চুপি চুপি হেসে যায়।
ভাবনার মদের গেলাসে টুংটাং শব্দ তুলে
আহ্লাদী যুবতী যেন কবির কবিতা;
কবিকে জড়ায়ে ধরে চেতনার ঘরে।
স্বপ্নের বেলুন উর্ধ্বমূখী,
অন্ধকারে ভেসে যায় আরো অন্ধকার;
কবিতার হাত ধরে হেঁটে যায় কবি
চৈতন্যের পাহাড়িয়া পথে, নীলিমার পথে, সমুদ্রের পথে।
পৃথিবীর পথ ছেড়ে নক্ষত্রে নক্ষত্রে কবি সৃষ্টি করে
অভিনব কবিতার জলমগ্ন অদ্ভুত মানস সরোবর।
অতঃপর, সেখানে গোসল করে স্থিত হয় কবি।


অর্থ, খ্যাতি, যৌবন, সৌন্দর্য সবকিছু চলে যায়,
সবকিছু বেইমানী করে আঁধারে হারায়;
সবকিছু অন্ধকার ঘরে বিশ্বাসের অপমৃত্যু আনে;
শুধু কবিতারা বুকের অতলে প্রস্ফুটিত ফুলের মতোন
হেসে যায়, কবির কণ্ঠের সুরে গান গেয়ে যায়।


২৪/০২/২০১৮
মিরপুর, ঢাকা।