শব্দের কাঁচা সোনা ভালোবেসে চুমু দেই
চেতনের আগুনে ভালো করে পুড়ে নেই
তার মাঝে উপমার খানিকটা খাঁদ চাই
ঘসে মেঝে পলিশে কানপাশা গড়ে যাই।
সুযোগে কল্পনার জলেতে চুব দিয়ে
ছন্দের হাতুরিতে টুকটাক বাড়ি দিয়ে
বাজারে নিয়ে যাই  করে তা' সুন্দর
তাই আমি একজন কবিতার কারিগর।
নিপুণতার কবিতা বুকে রাখি জড়িয়ে
কাব্যের নন্দিত জড়োয়া গড়িয়ে।