জীবানানন্দের কাব্যিকতা বুকের ভেতরে ছড়িয়ে যায়,
রবী, নজরুল কবিতার ফুল পরম সুখেতে গড়িয়ে যায়।
কেউ কেউ কয়, ওসব নাকিরে মান্ধাতারই কাব্যকথা,
ছুঁড়ে দিতে হবে আধুনিক কালে পুরোনো সকল বাতুলতা।
আধুনিক কালে কবিতায় কোন ছন্দ-মাত্রা সমিল নাই,
মুক্তকতায় এবার লিখবো ইচ্ছে মতোন যাচ্ছেতাই।
তাললয়হীন বড়ো উদাসীন কথার পিছনে শুধুই কথা,
শব্দের পরে শব্দ সাজালেই হয়ে যাবে কাব্যকথা।
অথবা, কায়দা করে গদ্যের উভয়পার্শ্বেতে  মুছে দিলে,
কবিতা তোমার মুখরিত হবে; চমকে উঠবে পাঠক-পিলে।
কবিতা এখন সহজ সরল সজ্জা-ভূষণবিহীন নারী,
বাজারে দাঁড়িয়ে, রান্নার কালে এখন কবিতা লিখতে পারি।
সাধন ভজন রূপের কথন পাই না কবিতায় আর খুঁজে,
ফেসবুকযুগে কবিতার গাছে কোপ দেই আজ ঝোপটি বুঝে।


২৯/০১/২০২১
মিরপুর, ঢাকা।