কবিতার অন্তরালে কত দুঃখ-আনন্দ বাহিত
হয়, ঝরনার মতন অহরহ; কেউ জানে না তা';
রক্তস্রোতের ভেতরে জেগে ওঠে দুঃখ-পদাবলী,
অথবা অনন্ত নব আনন্দের স্বপ্নিল বারতা।
কবিতা নিছক কিছু শব্দ নয়, অভিধান থেকে
বেছে বেছে তুলে আনা, অর্থহীন বাক্যের প্রলাপ;
অনেক কথার ছবি, আনন্দের, বেদনার সুর
কবির চিন্তায় এসে, খুলে দেয় ভাবনার ঝাঁপ।
কবিতার অন্তরালে কবি-মনে জাগে যে উচ্ছ্বাস,
সমুদ্রের ঢেউ সম করে যায় আকুলিবিকুলি;
অনন্তের পথ বেয়ে ছুটে আসে কবির শব্দেরা,
চিত্তের স্ফুরণ ঘটে, কলমখানি হয়ে যায় তুলি।
তারপর, সৃষ্টি হয় কবিতার চিত্রকল্প, সুর;
কবিতার অন্তরালে যত কথা, জানি কতোদূর!


৩০/০৯/২০২২
মিরপুর, ঢাকা।