পিরিতি শিখালে তুমি কত ছলনায়!
তাই বলি, মনোকথা হাজার ভাষায়-
        ভালোবাসি ভালোবাসি
        হে আমার ঊর্বশী
স্বর্গের ভূমি ছেড়ে এলে দুনিয়ায়;
আমাকে জড়ালে তুমি অসীম মায়ায়।


তোমার নান্দীপাঠে কতশত কবি
শব্দে ছন্দে আঁকে অপরূপ ছবি।
        চরণে পুষ্প রেখে
        চেয়ে থাকে অনিমেখে
কাহ্নপা আলাওল নজরুল রবি;
বিনয়ে তারাও বলে, তুমিই তো সবি।


যত প্রেম এঁকে যায় কবির লেখনি,
তোমারি মুরতি আঁকে; তুমি কি দেখনি?
        প্রিয়তি প্রিয়তি বলে
        উদয়-অস্তাচলে
ছুটে চলে অবিরাম জগত মোহিনী!
কখনো রাধিকা তুমি, কভু রুক্ষ্মীণি।


বেজে ওঠো কতো সুরে, কতো ভঙ্গিতে!
উদাস পূরবী হাওয়া সেই সঙ্গীতে
        দোল খায় অবিরাম
        স্মরিয়া তোমার নাম;
তুমি তো এলে না আজো মনোরম গীতে;
করুণ লহরী জাগে ব্যথাতুর চিতে।


২৪/০২/২০২২
মিরপুর ঢাকা।