ব্যক্তিগত মতামত প্রকাশের স্থান
কখনো কবিতা নয়। রক্তাক্ত আঘাত,
মানুষের ভালোবাসা, মিছিলের গান,
শ্যামল বৃক্ষের পাতা, ঝড়োয়াল রাত,
পৃথিবীর পলি মাটি, আকাশের তারা,
বিশেষ অনুভবের শব্দ উচ্চারণ;
কবির চিত্রকল্পের স্নিগ্ধ ভাবনারা
বিকশিত হলে; হয় কবিতা চারণ।


অজ্ঞানতা লিপিবদ্ধ করে স্মৃতি স্মরি',
আংশিক অথবা বেশি; সীমারেখাহীন
যুক্তি-তর্কে; মূল‌্য নেই তার কানাকড়ি;
কবিতা-জগতে, তাঁরা শুধু অর্বাচীন।
নির্ভার গতিতে চলে জীবনের কথা-
কবির অস্তিত্বে যন্ত্রণার বাতূলতা।


০৬/০১/২০১৮
মিরপুর, ঢাকা।