শব্দের পরে আরেক শব্দকে বসিয়ে
অনিবার্য ভাবার্থের চিত্রকল্পরূপ,
আন্দোলিত, মোহনীয় সুরের ঝংকার তুলে, এক
অরূপ সৌন্দর্য নিয়ে কবিতা হয় না।
গাছের মতোন দৃঢ়, সবুজ কবিতা-
ফুল ও ফলের ভারে অবনত মধুরিমা কথা,
তেমন কবিতা আর সৃষ্টিতো হয় না।
নদীজলের মতোন স্বচ্ছ, শক্তিশালী
আবর্জনা আছে যতো, তার তীর ঘেসে চারিপাশে,
প্রবল স্রোতের টানে বয়ে নিয়ে যায় দূরদেশে;
এমন কবিতা কই?
অন্যায়ের বিপরীতে জ্বলে উঠা আগুনের শিখা,
কবিতার শব্দে শব্দে জ্বলে নাতো আর।
আজ যেন কবিতারা আপোষকামী ছেনালের সৃষ্টি,
স্বমেহন প্রাণীর মতোন সঙ্গমরত আপনার সাথে।


১৮/০৭/২০২০
মিরপুর, ঢাকা।