(এক)


জীবন যেখানে চলছে যেমন
তেমন করেই কাটে কাল,
সময়ের হাতে তুলে রাখি আজ
জীবনের সব জঞ্জাল।


(দুই)


রুপোর বাটি উপুর করে
দিলেম তোমার হাতে,
কষ্টগুলো যত্ন করে
রেখো তাহার সাথে।


(তিন)


বাঁশের বাঁশি, টেনিস বল ও রঙিন পাখির ছাও,
কোথায় আজি হারিয়ে গেলো পাইনা হদিসটাও!
নয়নতারার চুলের ফিতা, রঙিন বেলোয়ারী
কিনে দিলে বোনটি আমার খুশি হতো ভারী।
আর পাবো কি এ জীবনে 'পর্বি' পাবার মেলা
ভাবছি বসে বিষন্নতায় পড়ছে ঢলে বেলা ।