(১)
বেগুনের ফুল বড় মনোরম
        নারীরা খোপায় পরে কি?
শীতের অনল আরামদায়ক
        মানুষ জড়ায়ে ধরে কি?


(২)
শেষ বিকেলের কনকপ্রভায়
        উজ্জ্বল হয় ধরণী,
ধীরে ধীরে নামে রাতের আঁধার
        কুচকুচে কালো বরণী।


(৩)
রাতের বেলায় তেজপাতা ঘ্রাণ
        বয় তোমারই শরীরে;
নীরব নিশিতে চেটেপুটে খাই,
        কতো যে স্বাদ ওই ক্ষীরে?


০৮/০৯/২০১৭
মিরপুর, ঢাকা।