করোনা-০১
চীনের উহান শহর থেকে এলে ভাইরাস 'করোনা',
যারে-তারে আঁকড়ে ধরো, কাউকে ভাবো পরও না।
            রহস্যময় সৃষ্টি তোমার,
            বিশ্ব এখন চায় নিস্তার;
মানুষেরা ভীষণ ভয়ে, 'ও ভাই, এবার সরো না'।


করোনা-০২
এ্যাটম বোমের মালিকেরা কাঁপছে ভয়ে, হায়রে হায়!
কখোন জানি হামলে পড়ে তাদের গায়ে করোনায়।
            তুচ্ছ ছোট্ট ভাইরাসে
            লাখে লাখে প্রাণ নাশে,
যাদের ভয়ে বিশ্ব কাঁপে, এখন তারাই ভয় যে পায়।


১৪/০৩/২০২০
মিরপুর, ঢাকা।