জয়
----
তোমার নয়নে রেখেছি নয়ন
তৃণভূমি তলে করেছি শয়ন
      ভুলেছি সকল ভয়,
স্বপন কাতর নিশিভোর তুমি
তোমার পরশে নাচে মনঃভূমি
      আমার হয়েছে জয়।


আয়
----
রূদ্ধঘরের আগল খুলে
আয় বেরিয়ে চরণ তুলে
      ডাকছে ভবিষ্যত,
ছিঁড়ে সকল বাধার পাহাড়
দৃপ্তপদে আয় দুর্বার
      নাই কিরে হিম্মৎ?


বন্ধনহারা
--------
বন্ধনহারা অকুতোভয়
ন্যায় ও সত্যে করবি রে জয়
      কাটবি অন্ধকার,
তোর ছোঁয়াতে ফুটলে আলো
ঘুচবে রে সব ভয়ের কালো
      বলবো, চমৎকার!


২৯/০৬/২০২০
মিরপুর, ঢাকা।