(১)
পাগলা মনের ঘুড়ি
লাটাই ছাড়াই ওড়ে,
খুব দূরে যায় উড়ি'
গোত্তা খেয়েই পড়ে।
(২)
জীবন বলতে জেনো-
শুভংকরের ফাঁকি!
যত্তো কিছুই কেনো
রইবে ততোই বাকি।
(৩)
অথৈ সাগর পাড়ে
খাবার জল তো নেই,
জগতের সংসারে
সমস্ত শেষ হবেই।
(৪)
তালবাহানার ঘরে
রয় না সুখের রস,
মিথ্যার চরাচরে
সত্যের হয় ধ্বস।
(৫)
ভালোবাসা যদি চাও
পৃথিবীর সংসারে,
ধূর্তামি ছেড়ে দাও
সাধু কয় বারে বারে।
(৬)
প্রতিবাদী হও যদি
ভুলে যাও সুখ-হাসি,
দুঃখকে বলে দাও-
নিরবধি ভালোবাসি।
(৭)
সসীমের মাঝে খোঁজো
অসীমের রূপধারা,
যদি তুমি চোখ বুজো
হবে না যে দিশেহারা।
(৮)
সুখ আর ভালোবাসা
চলে না তো পাশাপাশি,
মানুষের সব আশা
চাহিদার মোহরাশি।
(৯)
ভিখারির সম আজ
ভালোবাসা মেগে যাই!
ভুলে গিয়ে হায়া-লাজ
তোমারে যে কাছে চাই।
(১০)
বিদ্রোহী হতে হলে
তেজঃবান হতে হবে,
মিথ্যাকে অবহেলে
যেতে হবে সম্ভবে।
(১১)
ডুবে যদি যেতে চাও
ডুবো সাগরের জলে,
সুখ যদি পেতে চাও
চুপ থাকো মহীতলে।
(১২)
বিবেক হারালে দিশা
কিছুই রয় না আর,
নেমে আসে অমানিশা
ঘোরতর আন্ধার।
(১৩)
ব্যথিত মনের বাণী
চায় না শুনতে কেউ,
সবে করে কানাকানি
মরুতে জাগায়ে ঢেউ।
(১৪)
শিশিরে সিক্ত পথ
পিচ্ছিল হয় যদি,
বুকে রেখে হিম্মৎ
হেঁটে যাও নিরবধি।


০৯/০৬/২০২২
মিরপুর, ঢাকা।