মানুষের এ জীবন
কচুপাতায় একফোঁটা পানির মতোন;
একটুখানি নাড়া পেলেই
টলমল করে যখন যেখানে যেমন পড়ে যায়;
ঝরে যায় ধূসর মৃত্তিকায়।
আমাদের রঙিন জীবন
কচুপাতায় পানিতুল্য ভাবতে বড়োই কষ্ট হয়!
তবুও সত্য, এটাই নিত্য শাশ্বত নিশ্চয়।
এ জীবন একগুঁয়ে এবং ক্ষণস্থায়ী;
এই আছে এই নাই এ রকম ভাবনায়,
ভোরের শিশিরের মতো উদ্বায়ী।
বৃষ্টির জলেরধারা
আমপাতায়, জামপাতায় লেগে থাকে
কাঁঠালের আঠার মতোন;
অথচ, ঝুম বৃষ্টির জলও
ধরে রাখে না কচুপাতার মসৃণ শরীর।
নির্মোহ সে
ভাবনায় ও প্রেমে,
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের মতো।
লোভাতুর প্রেমের আকরহীন আসঞ্জন বুক তার,
চোখে মুখে দেহে অথবা চেতনে
মুক্ত থাকে সে সকল মোহ থেকে;
স্বচ্ছ ও নিটোল আসক্তিহীন প্রবল মননে।
নাছোড়বান্দাদের মতো
জলের নারীরা যদিও ডাকে,
অনায়াসে ঢেকে রাখে অদেখা পলিথিনে
আপনার অভ্যন্তরে আপনাকেই সন্তর্পণে।
এ জীবনখানি গড়ে তোল মন
প্রেমময় মোহহীন কচুপাতারই মতোন।


২৭/১০/২০২০
মিরপুর, ঢাকা।