ক আদ্যাক্ষরে কলম, কাগজ ও কবি এবং কথা;
কবির কল্পনা, কাম, ক্রৌঞ্চ আর কুলাঙ্গার যথা।
কামরত ক্রৌঞ্চমিথুনের বিচ্ছেদের শোকের ছবি
কুলাঙ্গার রত্মাকরকে সৃষ্টি করে মহাকাব্যের কবি।
কতিপয় কথা কঙ্কণের ন্যায় টুংটাং শব্দে কম্পমান
হয়ে, কবিমনে যে কলকাকলির কাব্যিক সোপান
অবিরাম সৃষ্টি হয়; তার কারুকার্যময় কর্ম ও কথা
জন্ম দেয় কাব্যসন্তান। ব্যঞ্জন বর্ণের 'ক'-ই তা'।


১৯/০১/২০২১
মিরপুর, ঢাকা।