কৈশোর মন সমরাঙ্গন!
আধো আধো লাজ, আধো আধো ভয়;
প্রেমের মুকুল ফোটার বাসনা,
ফাঁকে ফাঁকে বাঁধা আবরিত রয়।


ভেঙে দিতে চায় নবীন আশায়,
যৌবন টানে পথ খুঁজে ফিরে;
চাহে প্রেম বাণ সময়ের আগে,
সদা সজীবতা সন্ধান করে।


ঘুরপাক খায় ঝড়-ঝাপটায়,
উথাল পাথাল জোয়ারের জল
মাথার ভেতর উচ্ছ্বলে উঠে,
পদভারে তার কাঁপে মহীতল।


পরম তিয়াসে স্রোতে যায় ভেসে
দূর অজানায় প্রেমের সমন;
ভুলে যায় সব হিতাহিত জ্ঞান,
কৈশোর মন চপল পবন।


০৪/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।