কল্পনাতে আঁকি যারে
স্বপনে দেখেছি তারে
ভাবছি আমি এ অন্তরে
আসবে রে সে আসবে,
আমায় ভালোবাসবে।


দেখেছি ঝর্ণাজলে
দেখেছি শ্যামল মাঠে,
দেখেছি বৃক্ষতলে
দেখেছি নদীর ঘাটে।
কলি যেনো সদ্যফোটা
পুষ্প হয়ে হাসবে।
আমায় ভালোবাসবে।


হাসি ঝরে ফুলের ঠোঁটে
ভুবন মোহিনী ফোটে
ধরে রাখি করপুটে
হৃদয় আমার রাঙাবে সে।


সাত রঙে রাঙিয়ে যাই
জীবনের মূল সাধনা;
স্বপন দিলেম তোমায়
হৃদয়ে মন বাঁধো না।
তোমার ছোঁয়ায় হৃদয় আমার
আনন্দতায় হাসবে।
আমায় ভালোবাসবে।


০৬/০২/২০২১
মিরপুর, ঢাকা।