কংলাক পাহাড় চূড়া, পুঞ্জ পুঞ্জ মেঘ;
সৌন্দর্যের রূপ অনুভবে দেখা যায়।
শব্দের তুলিতে আঁকা সুন্দর আবেগ
অবিন্যস্ত শুয়ে আছে সুবজ ছায়ায়।
বর্ণীল আলোর-ধারা বিচ্ছুরিত হলে,
আকাশের কোল থেকে মেঘ বালিকায়
পাড়া বেড়ানোর ছলে, চলে দলে দলে,
হেলে দুলে হেঁটে যায় প্রভাত বেলায়।

মেঘের মেয়েরা হাসে আর কথা কয়,
পরস্পর অবিরাম কোমল আলোকে!
বনবিথী বুক চিরে শীর্ণ নদী বয়;
কবি মন বিমোহিত গহীন পুলকে।
আলোর খুনশুটি চলে প্রভাত বেলায়,
দেখে এলাম কংলাক পাহাড় চূড়ায়।


০৭/১০/২০২২
সাজেক ভ্যালি, খাগড়াছড়ি