'তোমাকে বধিবে যে, আনঘরে বাড়িছে গোকুলেতে সে'!
ইতিহাসের পাতায় পাতায় এই কথা বারবার বলে যায়-
কংস যতোই হোক না হিংস্র, ধ্বংস হবে নিশ্চয় মহীতলে।
নন্দের কোলে, যশোদার ঘরে গোকুলে গোপাল বাড়ে,
অত্যাচারীরা অহংকারে উঠুক যতোই ফেঁপে!
পাপের পূর্ণতা এলে, দর্পচূর্ণ হবে জমাকৃত পাপ শেষে;
অসুর নিধনে নামবে বিষ্ণু মানুষ-মুক্তির অবতার।
দেবকীর সন্তান হলায়ুধ বলরাম, গোকুলের গোপাল কানাই ,
অধর্মজাত কংসমামার অহংকারের দর্পচূর্ণের তরে
কৃষ্ণ যাচ্ছে বলরামের সাথে অনিন্দ্য সুন্দর কাশ্মীরে।
ইতিহাসের মর্মবাণী, ধর্ম যদি করে অধর্মের রাহাজানি;
ভণ্ডেরা সব ধর্মের ঝাণ্ডাধারী, তারা আণ্ডাসহ ডোবে পঙ্কিলতায়।
কৃষ্ণ এখন উপত্যকায় বাঁশি বাজায়, বলরাম আসামে ধায়,
ধ্বংস হবে কংস রাজায় কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব বলে যায়।
আগুন যদিবা লেলিয়ান শিখায় উঠে উথলিয়া!
বল, হত্যাকারী কংসমামা! জ্যান্ত রবে পৃথিবীতে কোন ছল দিয়া?


৩১/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।