(ফেনীর সোনাগাজি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার সূত্র ধরে ৬ই এপ্রিল নুসরাত জাহান রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০ই এপ্রিল সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। নুসরাত জাহান রাফিকে উৎসর্গ করে এ লেখা।)
------------------------------------------


নারীর শরীর যেন রূপকল্প, ম্যাজিকের মতো
বিস্ময়কর হয়ে জাগে; রতিকামী পুরুষের চোখ
নিলাজ চেতনে নারী-স্তনে-চুলে-ঠোঁটে অবিরত
চেটে যায়; তারা খুলে নিতে চায় এদের নির্মোক।
অপলকে চেয়ে থাকে, জন্মান্তর তৃষিতের মতো
লোলুপ জিহ্বায় চাটে, কেন্দ্রূীভূত সুখের আশ্বাস
খোঁজে শরীরের উঞ্চতার ভাঁজে। তারা আশাহত
হয়ে হিংস্রতায় সৃষ্টি করে তোলে দানবীয় ত্রাস।


কন্যা সাহসিকা! দ্যুতিময়ী রাফি, নুসরাত জাহান,
ফুরিয়ে যাবার আগে নারীবোধে জ্বেলেছো মশাল
কামুকের অন্যায়ের প্রতিবাদে; লিখেছো আখ্যান-
ধর্মের নামে শোষক তারা এই মর্ত্যে চিরকাল।
অমিততেজাঃ বালিকা! তুমি আজ পূর্ণিমার চাঁদ,
খুলে দিলে কালো পর্দা, শোনে মানুষেরা সে সংবাদ।


১৪/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।