আরব দেশের সত্যবাদী 'আল-আমিন' যার নাম,
তাঁর মাধ্যমেই পৃথিবীতে আসলো পাক কালাম।
সব মানুষের কাছেই তিনি পরিচিত ছিলেন,
বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা রবের বার্তা পেলেন।
পঞ্চদশ বছর হেরায় ধ্যানে মগ্ন থেকে
সত্যবাণী পেলেন তিনি মাটির মর্ত্যলোকে।
ছন্দায়িত সেই উপদেশ বলেন জগতময়,
এটাই চির-শুদ্ধবাণী আমার কথা নয়।
মিথ্যে কথা বলার কোন রেকর্ড ছিলো না,
তবুও যে অনেক মানুষ আস্থা নিলো না।
বাণীগুলো উর্ধ্বলোকের মহান আল্লাহর,
ধীরে ধীরে মানলো সবাই এইতো সমাচার।
জ্ঞানীরা সব মেনে নিলো, মানিনি কেউ মনে,
ঠাট্টা-বিদ্রুপ করলো তারা দম্ভের কারনে।
অধিকাংশ মানুষেরা করলো অঙ্গীকার-
আল্লাহ হলেন মহান প্রভু, নবিই রাসুল তাঁর।


তিনশ বছর শেষে,
দূরের মধ্য-এশিয়ানরা গেলেন আরব দেশে।
এমন কথা-বার্তা তারা করলেন যে সংগ্রহ,
এখন সেসব কথাবার্তায় সবারই আগ্রহ।
তাঁরা বলেন, এসব কথা মোহাম্মদের বাণী,
মানতেই হবে, না মানলেই হবে নাফরমানী!
কোরান থুইয়া হাদিস টেনে করছে রে ধূর্তামি,
তোমরাই এখন  দাও বলে আজ করবোটা কী আমি?


০২/০৬/২০২২
মিরপুর, ঢাকা।