কোরবানী করো মনের পশুরে; হত্যা
করো সত্যাগ্রহ নিয়ে। অন্ধকার হেন
জমেছে হৃদয়ে মোহ-মেঘপুঞ্জ; যথা-
গ্রাসিছে সূর্যকে দ্বিপ্রহরে রাহু যেন।
ভালোবাসা আর নৈকট্যের প্রত্যাশায়
কতো না প্রয়াস করো পৃথিবীর মাঝে;
অন্তরে অনন্ত মোহ; লোভ, লালসায়
মত্ত রহো স্বীয় স্বার্থে, কতো কারুকাজে!


এসো, চেতন ছুরিতে হত্যা করে যাই
মোহগর্তে আবর্তিত কলুষিত মন;
লোভের প্রতিহিংসাকে করে দি' জবাই
সত্যের তীক্ষ্ম খঞ্জরে, নিত্য; প্রতিক্ষণ।
কোরবানী দাও মন, পেতে মোহমুক্তি;
আত্মত্যাগে করো মুক্তাময় মন-শুক্তি।


০৮/০৮/২০১৯
মিরপুর,ঢাকা।