কী অদ্ভুত মোহাচ্ছন্নে আছো তুমি পড়ে
ক্ষুদ্র সুখস্বাচ্ছন্দ্যের পাপাচারী! যথা;
বিভ্রান্ত অলীক মোহে, কঠিন প্রান্তরে
ভুলে ওই কর্মফল দিবসের কথা?
কবর উন্মুক্ত হবে, আত্মা হবে জড়ো,
সর্বভৌম অধিপতি তোমাকে যখন
ডাক দিবে, বিস্ময়ে কাঁপবে থরোথরো;
দাঁড়াবে লজ্জাতুর আসামীর মতোন।


সামঞ্জস্যপূর্ণভাবে সৃষ্টি করেছেন
তোমায়, প্রয়োজনীয় মেধা-শক্তি দিয়ে।
সৃষ্টির আনন্দে এ জগত গড়েছেন
বিশ্বপিতা, ছয়দিন ছয়রাত্রি নিয়ে।
পাপাচারী যাবে জাহান্নামে, নিঃসন্দেহে,
শুদ্ধাচারী জান্নাতে, তা' কোরআনে কহে।


১৪/০৪/২০২২
মিরপুর, ঢাকা।
বিঃদ্রঃ এ সনেটখানি ''সুরা আত্ তাকভীর''-এর ভাবদর্শনে লেখা।