পৃথিবীর মানুষেরা যতোই উন্নত হয়,
জ্ঞানে ও বিজ্ঞানে, অর্থ-বিত্তে এবং দর্শনে;
তারা ততোই অমানবিক হয়। যুদ্ধের নামে
মানুষ হত্যাকে বৈধতা দিয়ে উৎসব করে।
ফ্যাসিবাদী সকল শক্তিই দুর্দমনীয়ভাবে
নিয়ত শানিয়ে যায় অপরের ধ্বংসকল্পে
নিজের অপকর্মের চতুরতা।
নতুন সৃষ্টির নামে নিদারুণ ধ্বংস
টেনে পৃথিবীর বুকে। অজস্র মারণাস্ত্রের
একচেটিয়া খেলায় যুদ্ধ করে পরস্পর।
জাতীয়তার দোহাই তুলে, যুদ্ধ করে;
কথিত ধর্মের নামে, যুদ্ধ করে;
সম্পদের লোভে, দলবেধে যুদ্ধ করে।
আধিপত্য বিস্তারের নতুন সমীকরণে;
নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে।
পৃথিবীর বিনাশের প্রয়োজনে, কী নিপুণভাবে!
অধপতিত এ সকল মানুষেরা
অপরিমিত শ্রম-মেধা-অর্থ ব্যয় করে
পারমানবিক অস্ত্র নির্মাণে তৎপর হয়।


অথচ, একটি ছোট জীবাণুর বিরুদ্ধে
যুদ্ধ করার সামর্থ্য নেই!
আজ মানুষের নাকানি চুবানি দেখে
মহাজাগতিক সকল প্রাণীরা হেসে কুটি কুটি।
লজ্জাজনক তা, কী আশ্চর্য ব্যাপার-স্যাপার!
একটি অদৃশ্য ছোট পোকার আঘাতে
কেঁপে উঠে সমস্ত পৃথিবী।
পৃথিবীর তাবৎ ত্যাদর মানুষের ঘুম কেড়ে নিয়ে,
মানবসভ্যতার ধ্বংসের বার্তার অট্টহাসিতে,
হেসে উঠে সর্বনাশী করোনা সুন্দরী।


০৭/০৪/২০২০
মিরপুর, ঢাকা।