করোনাকালের
   বেদনার রঙ
      বদলে দিয়েছে
         জীবন-বাস্তবতা;
         উদ্বেগ আর
      উৎকণ্ঠার
   এই জীবনের
হাজার অভিজ্ঞতা।
সন্তান তার
   জননীকে ভোলে,
      দূরে ঠেলে দেয়
        মৃত্যু-চিন্তা করে;
        স্বজন-শবের
     সৎকার কালে
   প্রিয়জন কাঁদে;
দূরে দূরে থাকে সরে।
জীবনগাথার
   সফলতা আজ
      রচিত হয় না
        মহান কাব্যোচিত!
        মাধুর্যময়
     মানবিকতার
   গল্পের দীপ
কদর্য, কম্পিত।


২৫/০৪/২০২০
মিরপুর, ঢাকা।