'করোনা' 'করোনা' বলে, চিৎকার করো না।
দল বেধে ঘরে রও, দূরে বসে কও,
আলাপে হারিয়ে যাবে সকল যাতনা,
ভেসে যাবে মন থেকে দোষিত ভাবনা।
ভুল করে কভু কারো হাতখানি ধরো না;
'করোনা' 'করোনা' বলে, চিৎকার করো না।


করোনার ভয়ে তুমি ভয়ার্ত থেকো না।
করোনার মেয়েগুলো বড়ো যে সুন্দরী,
বুড়োদের ভালোবাসে যেনো গোস-তন্দুরি।
ওপারেতে নিয়ে যায় আদরে সোহাগে
সুনিপুণ হাতে; তবু, দূরেতে সরে না;
করোনার ভয়ে তুমি ভয়ার্ত থেকো না।


বুড়োদের বলি তাই, দূরে থাকো ভাই,
ঘরে থাকো খুশি মনে এইটুকু চাই।
করো নাকো ছোটাছুটি এ বাড়ি, ও বাড়ি,
করোনার মেয়েগুলো চুদুরি-বুদুরি!
অকারণে মিছেমিছি ভয় পেও নাকো,
মানুষের ভালোবাসায় বিশ্বাস রাখো।


০৪/০৩/২০২০
মিরপুর, ঢাকা।