রাণীর মুকুট পরে নির্ভীক আভায়
পৃথিবীতে এলে তুমি নিঃশব্দে যখন
করোনার রূপ ধরে; চন্দ্রিমা তখন
অন্ধকারে আর্তস্বরে কেঁদে উঠে, হায়!
রুদ্ধশ্বাস কারাগারে আমরা সবায়
স্বেচ্ছাবন্দী মৃত্যুভয়ে। সকলে তখন
সন্ধি করে দীর্ঘশ্বাসে। আতঙ্কে যখন
মানবিক অভীপ্সায় কুল নাহি পায়।


চারিদিকে সঞ্চারণ দুর্ভিক্ষ, ঝড়ের।
গাছের সবুজ পাতা হাওয়ার চাবুকে
বেদনার শব্দে ঝরে। ক্ষুধাতুর চোখে
জ্বলে উঠে বহ্নিশিখা। দৃঢ় অস্তিত্বের
ব্যাকুলতা নিয়ে মানুষেরা যাবে স্মরি-
পৃথিবীকে নেড়ে গেছে করোনাসুন্দরী।


২৬/০৪/২০২০
মিরপুর, ঢাকা।