কষ্টে ভরা মানুষ জীবন, কষ্ট ভালোবাসাতে,
মনের কষ্ট, চোখের কষ্ট, কষ্ট কান্নাহাসাতে।
কষ্ট জয়ের মন্ত্র নাকি কষ্ট ছাড়া কিছু নাই!
মেঘ বালিকা কষ্টবিহীন, নিয়েছি তার পিছু তাই।
চোখের জলের বৃষ্টি ঝরাই, কষ্ট তবু হয় না শেষ,
কষ্ট থেকে উত্তরণের খুঁজি ভালোবাসার রেশ।
এক সমুদ্র কষ্ট নিয়ে স্বস্তিদায়ক সুখ খুঁজি,
বেকার যুবক কষ্টে ভোগে, জীবন যে তার দুখ-পুঁজি।


বুকের ভেতর কষ্টগুলো টগবগিয়ে ফুটে যায়,
গর্ভকালীন মায়ের কষ্ট পেটের শিশু খুঁটে খায়।
কষ্ট যেজন সহ্য করে, সে জন নাকি কবি হয়!
কষ্টের মাঝে স্বস্তি আছে কবি বলে জগতময়।
কষ্ট মাখা ভালোবাসা এই জীবনের অন্যতম,
সকল কষ্ট সমাপ্ত হয় পরশ দিলে মৃত্যু-যম।


১৯/১২/২০১৮
মিরপুর, ঢাকা।