কষ্টকথা বলতে গেলে নাইরে সাথী, ওরে,
কষ্টগুলো উথালপাথাল কান্দে যে অন্তরে।
        বৃক্ষের কাছে গেলে পরে
        ঝরঝরাইয়া পাতা ঝরে;
এমন কষ্ট লইয়া বুকে বাঁচি কেমন করে!
কষ্ট নিয়ে বুকের মাঝে বেঁচে আছি, ওরে।


কষ্টকথা নীলিমাকে দু'হাত তুলে বলি,
দাও ঢেকে দাও এই হৃদয়ের সকল কষ্টগুলি।
        বিশাল আকাশ রয় তাকিয়ে
        মেঘের বুকে মুখ লুকিয়ে।
কষ্টগুলো লাফিয়ে উঠে বৃষ্টির ছোঁয়া পেলে,
আনন্দেতে মনের ভেতর এক্কাদোক্কা খেলে।


সমুদ্রেতে যাই ছুটে যাই কষ্ট নাহি সরে;
উর্মিমালা হয় উতলা আছরাইয়া পড়ে।
        কষ্টগুলো ঢেউয়ের মত
        মনের ভেতর অবিরত
আছড়ে পড়ে মনের চরে ভাঙ্গে যে তার পাড়,
কারোর কষ্ট নেয় না কেহ এমন এ সংসার।


২৭/০২/২০২০
মিরপুর, ঢাকা।