আমি এক কস্তুরি ফুল ভাসি বর্ষাজলে,
বায়ুর তোড়ে এদিক-ওদিক ঘুরি খালে-বিলে।


হতাম যদি গোলাপ বকুল জুঁই চামেলি বেলী,
সুন্দরীরা মালা গেঁথে সাজাইতো চুলগুলি,
মাধবি মালতি হলে হাতে নিতো তুলে॥


যদি হতাম কৃষ্ণচূড়া পলাশ শিমূল বন,
আগুন রঙে রাঙাইতাম পাখপাখালির মন।


আম্রমুকুল শর্ষে কিংবা হতাম পদ্মফুল,
মধুর লোভে মৌমাছিরা হতো যে ব্যাকুল,
তাদের ভালোবাসায় হতাম ধন্য মহীতলে॥


১৯/০১/২০২১
মিরপুর, ঢাকা।


(গীতি কবিতা)