অনেক কথা বলার আছে
        কথার পিঠে কথা,
কইতে গেলে মনের কথা
        বুকে বাজে ব্যথা॥


কথা যে ভাই তীরের মতো
লাগলে বুকে হয় যে ক্ষত
প্রেম-পিরিতি হয় নিহত,
        বাড়ায় ব্যাকুলতা॥


এই যে রে ভাই মানুষ জীবন
ক্ষণপ্রভার আলোর মতন
এই প্রকাশে আবার গোপন
        চাহে অমরতা।


হারালে ধন আসে ফিরে
বন্ধু গেলে ফিরে না রে
কবীর বলে, বারে বারে
        আনো নিরবতা॥


০৭/০৪/২০২১
মিরপুর, ঢাকা।