কথার কাঁথা নিত্য সেলাই
মোটা সুতোয় চিকণ সুঁইয়ে,
আঁকতে গিয়ে তোমার ছবি
হই যে কবি শ্যামল ভূঁইয়ে।


নিত্য ভাবি চিত্ত কথা
উড়াবো ঐ আকাশ তলে,
যেখানে ঐ ভাবের তারা
রাত্রি জেগে উজ্বল জ্বলে।


আবার ভাবি সাগর তীরে
বিছাবো তা বালু বেলায়,
চেতন মাঝে মগ্ন র’বো
তোমার সাথে স্বপন খেলায়।


তোমার চুলের ফাঁকে ফাঁকে
সুবাস ছড়ায় এই কবিতা,
তোমার তরেই সুতো কাটি
রাত্রি জানে আর সবিতা।


কথার কাঁথা নিত্য সেলাই
মোটা সুতোয় চিকণ সুঁইয়ে,
আঁকতে গিয়ে তোমার ছবি
হই যে কবি শ্যামল ভূঁইয়ে।